Sir Song Lyrics by James :

Sir Song Is Sung by James Bangla Song. This Is A Teachers' Day Special Bengali Song. A teacher is a friend, philosopher, and guide who opens our mind and touches our heart. Teacher's Day is celebrated on September 5 every year throughout India in memory of Dr. Sarvapalli Radhakrishnan.

Song Name : Sir
Singer : James

Sir Lyrics by James In Bengali :

মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে
তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না।
রূপকথারও বাইরে যে এক বিশাল জগত আছে
তার কাছে না শুনলে বোধ হয় শোনাই হতো না।
আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা
ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না।
এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত,
হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত।
সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু
তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।

আজকে আমি সবই বুঝি ভুল করেছি কত
তখনতো কেউ দেখেনিতো স্যারের বুকের ক্ষত।
দেখেছিলাম তার দু’চোখে স্নেহের মহাসাগর
যা চেয়েছি তাই পেয়েছি স্বার্থপরের মত।
আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা
ব্ল্যাকবোর্ডের ঐ কালো আকাশ আমায় এনে দে না।
এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত,
হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত।
সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু
তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।

Manushero je akasher moto hridoy thakte pare
Taake na dekhle hoyto amar janai hoto na
Rupkotharo baire je ek bishal jogot ache
Tar kache na shunle bodh hoy shonai hoto na
Aajke amar ei prithibir onek kichu chena
Blackbord er oi kalo akash amay ene de na
Ene de na boyosta sei 6 kingba 7
hoyto tobe phire petam sir er komol haat
Salam jani sohoshro baar amar tini guru
Taar kachei hoyechilo shikkha jibon suru